Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা

  • প্রতি মহিলার গড় সন্তান সংখ্যা(TFR) ২ জনে কমিয়ে আনা।
  • পরিবার পরিকল্পনা পদ্ধিতির ব্যবহার কারীর হার(CPR) ৭৫% এ উন্নীত করা।
  • দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার কারীর হার(LARC) ২০% এ উন্নীত করণ।
  • ১৫-১৯ বৎসর বয়সী দম্পত্তিগনের মা হওয়ার হার ২৫% এ কমিয়ে আনা।
  • অপূর্ন চাহিদা(U NMET NEED) (সন্তান নিতে চায়না বা দেরীতে নিতে চায় কিন্তু কোন পদ্ধতি ব্যবহার করে না) এর হার ১০% কমিয়ে আনা।
  • ড্রপ আউট(১২ মাস পূর্ন হওয়ার আগেই পদ্ধতি ছেড়ে দেয়া) এর হার ২০% এ কমিয়ে আনা।
  • মাতৃ মৃত্যুর হার(MMR) প্রতি হাজারে ১.২১ জনে কমিয়ে আনা(২০৩০ প্রতি লাখে ৭০)।
  • গর্ভকালীন সেবা(ANC) অগ্রগতি(কমপক্ষে ৪টি পরিদর্শন) ৫০% এ উন্নীত করা।
  • দক্ষ সেবাদানকারী দ্বারা(SBA) প্রসব সেবা প্রদানের হার ৬৫% এ উন্নীত করা।
  • দরিদ্র এবং ধনীদের মধ্যে প্রাতিষ্ঠানিক প্রসব সে বার অনুপাত ১:৩.৫০ এ কমিয়ে আনা।
  • দক্ষ সেবাদোনকারী দ্বারা বাড়িতে প্রসবপরবর্তী সেবা(PNC) প্রদানের হার (প্রসবেব ২দিনে মাধ্যে) ১০% এ উন্নীত করা।
  • নবজাতকে মৃত্যূর হার (NMR) প্রতি হাজারে ১৮ জনের কমিয়ে আনা।